পুরুষোত্তম (1992) Review
এখন যেই সিনেমার ব্যাপারে বলবো সেই সিনেমার নাম হয়তো এখনকার প্রজন্মের খুব কম জনই শুনেছে কিন্তু,আমার মতে ছবিটি বাংলার underrated সিনেমার মধ্যে একটি।ছবিটির নাম পুরুষোত্তম।এই ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিত্ চ্যাটার্জ্জী,দেবশ্রী রায়,অভিষেক চ্যাটার্জ্জী,কালী ব্যানার্জী,প্রসেনজিত্ এর বোন পল্লবী আর বেশ কয়েকজন উড়িষ্যার অভিনেতারাও ছিলেন।ছবির প্রযোজক আর পরিচালক দুই ই ছিলেন প্রসেনজিত্,তিনি মোট দুটি ছবিই পরিচালনা করেছিলেন একটি এই পুরুষোত্তম অন্যটি 1998 সালে মুক্তিপ্রাপ্ত 'আমি সেই মেয়ে',আর এই পুরুষোত্তম মুক্তি পেয়েছিল 1992 সালে ,তখন তার বয়স ছিল 30 বছর আর এই কম বয়সের জন্যই হয়ত যখন বাংলায় Commercial সিনেমায় 'মন মানেনা' বা 'আপন পর' এর মত Rom-Com আর 'রক্তে লেখা' র মতো Family Drama রমরমিয়ে চলছে তখন পুরুষোত্তমের মতো Action Crime Thriller তৈরী করার Risk নিতে পেরেছিলেন।তবে তখনকার Bollywood এর Ghayal,Ghatak,Shiva এর মতো সব সিনেমাগুলিও রসদ জুগিয়েছিল যার ছাপ ছবিতে লক্ষ্য করা যায়।1992 সাল যখন প্রসেনজিত্ বাংলার Top নায়কদের মধ্যে এসে গেছেন তার কাছে এই সালটা আরও একটা কারনের জন্যও গুরুত্বপূর্ন কারন এই বছরই তিনি বিয়ে করেন এই ছবির নায়িকা দেবশ্রী রায়কে।এবার সিনেমার গল্পের কথায় আসা যাক কাহিনী লিখেছিলেন পিঙ্কু দাস আর চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন অসিত বসু।গল্পে দেখানো হয়েছে কিভাবে একটি কলেজে পড়া ছেলে Crime এর সাথে জড়িয়ে পড়ে আর তার কিভাবে পুরোনো প্রেমিকার সাথে দেখা হয়।পুরো গল্পটা বলবো না ছবিটা Youtube এ আছে দেখে নিতে পারেন।গল্পে খুব বেশি না হলেও কতগুলি Twist আছে যা আরও Engaging করে।এবার আসা যাক অভিনয়ের কথায় প্রসেনজিত্ অনবদ্য অভিনয় করেছেন ও অন্যান্য অভিনেতারা বেশ ভালো অভিনয় করেছেন তবে সবাইকে ছাপিয়ে গেছে ভিলেনের চরিত্রে অভিনয় করা জগন্নাথ গুহ তার চেহারা বা 'জয় জগদম্বে' বলা বেশ ভয়ঙ্কর।ছবির Music দিয়েছিলেন রাহুল দেব বর্ম্মন।কুমার শানুর কন্ঠে "আয় আয় ঘুম আয়" আর আশা ভোঁসলের কন্ঠে "আজ অন্ধকার যতই হোক" গান দুটি শুনতে ভালো লাগে।আর ছবির Background music ও বেশ ভালো।এত ভালোর মাঝেও Technically যেমন Dubbing আর কালারিং এ কিছু ত্রুটি আছে।তবে আপনার যদি অনুরাগ কাশ্যপের 'গুলাল',রামগোপাল ভার্মার 'সাত্যা' বা হলিউডের 'গডফেলাস' বা 'সিটি অফ গড' বা বাংলার 'ক্রান্তি' র মতো সিনেমা ভালো লেগে থাকে তাহলে এই সিনেমাটিও আপনাদের ভালো লাগবে।আর প্রসেনজিত্ ভক্ত দের উদ্দেশ্যে বলবো যদি Feel good প্রসেনজিত্ এর বদলে একটু Dark প্রসেনজিত্ কে দেখতে চান তাহলে এই ছবিটি আপনাদেরই জন্য।
ধন্যবাদ।
No comments:
Post a Comment