Babar Ali - World's Youngest Headmaster
ভারতবর্ষ বিশ্বের অন্যতম প্রগতিশীল দেশ হওয়া সত্ত্বেও ভারতের শিক্ষার হার 74.04% ।বিশ্বের প্রাপ্তবয়স্ক অশিক্ষিত দের 37% ই ভারতীয় যেই সংখ্যাটা প্রায় 287 মিলিয়ন।এই ভারতেরই পশ্চিমবঙ্গের একটি পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ এই সেই মুর্শিদাবাদ যেখানে থাকতেন মহাশ্বেতা দেবীর মতো লেখিকা,জন্মেছিলেন নবারুন ভট্টাচার্যের মতো লেখক,অরিজিত সিং,শ্রেয়া ঘোষালের মতো সঙ্গীতশিল্পী আর জন্মেছিলেন এখন যার কথা আপনাদের বলবো তিনি।নাম বাবর আলী,জন্ম মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রাম ভাবতায় (মুর্শিদাবাদের জেলা শহর বহরমপুর থেকে 14 কিলোমিটার ভেতরে) 1993 সালের 18 ই মার্চ।বাবার নাম মহঃ নাসির উদ্দিন পেশায় পাট ব্যবসায়ী মা বানাউরা বিবি।
বাবর ছিলেন তাদের গ্রামের যে সব শিশুরা স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছিল তাদের মধ্যে একজন।তাকে বাড়ি থেকে 8 কিলোমিটার বাসে আর 2 কিলোমিটার পায়ে হেটে স্কুলে যেতে হত।
ক্লাস 5 এ পড়া ছোট্ট বাবর দেখত যে এলাকায় তার সমবয়সী ছেলেমেয়েরা স্কুলে না গিয়ে কেউ মাঠে কাজ করছে,কেউ যাচ্ছে শহরে কাগজ কুড়োতে আবার কেউ বা বাঁধছে বিড়ি।এলাকার সেই সব ছেলেমেয়েরাই হয়ে ওঠে তার বন্ধু।মাত্র নয় বছর বয়সের বাবর স্কুল থেকে ফিরে তার বন্ধুদের নিয়ে খেলত কিন্তু সেই খেলা আর পাচটা শিশুদের খেলা ছিল না।সে খেলত মাস্টার ছাত্র খেলা ,বাবর হতো মাস্টার আর সেই সব স্কুলে না যেতে পারা ছেলেমেয়েরা হত ছাত্র,সে তার স্কুল থেকেই আনতো পড়ানোর জন্য চক।এই ভাবেই খেলার ছলে চলতে থাকা শিক্ষকতা যা কয়েকদিনের মধ্যেই তার নেশায় পরিনত হয়,তিনি 2002 সালে গড়ে তোলেন 'আনন্দ শিক্ষানিকেতন'।
বাবর ছিলেন তাদের গ্রামের যে সব শিশুরা স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছিল তাদের মধ্যে একজন।তাকে বাড়ি থেকে 8 কিলোমিটার বাসে আর 2 কিলোমিটার পায়ে হেটে স্কুলে যেতে হত।
ক্লাস 5 এ পড়া ছোট্ট বাবর দেখত যে এলাকায় তার সমবয়সী ছেলেমেয়েরা স্কুলে না গিয়ে কেউ মাঠে কাজ করছে,কেউ যাচ্ছে শহরে কাগজ কুড়োতে আবার কেউ বা বাঁধছে বিড়ি।এলাকার সেই সব ছেলেমেয়েরাই হয়ে ওঠে তার বন্ধু।মাত্র নয় বছর বয়সের বাবর স্কুল থেকে ফিরে তার বন্ধুদের নিয়ে খেলত কিন্তু সেই খেলা আর পাচটা শিশুদের খেলা ছিল না।সে খেলত মাস্টার ছাত্র খেলা ,বাবর হতো মাস্টার আর সেই সব স্কুলে না যেতে পারা ছেলেমেয়েরা হত ছাত্র,সে তার স্কুল থেকেই আনতো পড়ানোর জন্য চক।এই ভাবেই খেলার ছলে চলতে থাকা শিক্ষকতা যা কয়েকদিনের মধ্যেই তার নেশায় পরিনত হয়,তিনি 2002 সালে গড়ে তোলেন 'আনন্দ শিক্ষানিকেতন'।
তিনি তখন কোনো সরকারি সহায়তা বা কোনো আর্থিক সহায়তা পাননি নিজের অর্থ দিয়েই চালাতেন তার স্কুল।তবে কয়েক বছরের মধ্যেই তার নাম ছড়িয়ে পড়ে,আসতে থাকে নানারকম সহযোগীতা,রামকৃষ্ন মিশনের মতো প্রতিষ্ঠানও এগিয়ে আসে। কেউ বই,কেউ টাকা দিয়ে সহযোগীতা করতে থাকে 'আনন্দ শিক্ষানিকেতন'কে।তবে তার এই স্কুল তৈরীর পথ মোটেই সহজ ছিল না,ছিল নানা রকম প্রতিকূলতা,সে চাইতো যে ছোটো ছোটো ছেলেমেয়েদের প্রয়োজন শিক্ষার,কিন্তু তাদের অভিভাবক দের কাছে শিক্ষা ছিল শুধুই শৌখিনতা।কিন্তু থেমে না থেকে বাবর তাদের বোঝান শিক্ষার প্রয়োজনীয়তা।এভাবেই তার ছোট্ট স্কুল আজ পরিনত হয়েছে প্রায় 500 জনের স্কুলে।
তার ছাত্রছাত্রীরা আজ কলেজে পড়ে আবার তাদের কেউ কেউ এই স্কুলে শিক্ষকতাও করে।তবে তার স্কুলে মেয়েদের হার ছিল কম কারন গ্রামের গরীব মেয়েদের পরিবার চাইত যে মেয়েদের পড়ে কাজ নেই মেয়েদের একমাত্র কাজই হল বিয়ে কিন্তু বাবর তাদেরকেও শিক্ষার গুরুত্ব বোঝাতে সক্ষম হয় আজ তার অনেক ছাত্রীই কলেজে পড়ে আবার তার স্কুলে এসেও পড়ায় আর স্কুলে মেয়ে ছাত্রী 60% আর ছেলেরা 40%।আর যার কথা না বললেই নয় তিনি হলেন টুলু হাজরা পেশায় মাছ ব্যাবসায়ী এই মহিলা তিনি সারাদিন মাছ বিক্রি করে নিয়মিত স্কুলে এসে কাজ করেন আর বাবর কে একেবারে প্রথম থেকে উত্সাহ ও সহযোগীতা করে আসছেন তিনি।
বাবর তার এই শিক্ষতার মাঝে তার পড়াশোনাটাও চালিয়ে গেছেন তিনি প্রথমে বেলডাঙ্গার কাশিমবাজার রাজ গোবিন্দ সুন্দরী হাইস্কুলে পড়াশোনা করেন পরে তিনি বহরমপুরের কৃষ্নাথ কলেজ থেকে ইংরেজী নিয়ে বি.এ এবং কল্যানী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে এম.এ পাশ করেন।তার বাড়ির পিছনে গড়ে ওঠা স্কুল 2015 সালে West Bengal School Education Department এর অন্তর্ভুক্ত হয় এবং প্রাইভেট স্কুলের স্বীকৃতি পায় আর তার স্কুলের জন্য তার গ্রামেই একটি পাকা বিল্ডিং তৈরী করে দেওয়া হয়।
2009 সালে BBC তাকে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষকের উপাধিতে ভূষিত করে।তখন থেকেই দেশে বিদেশে ছড়িয়ে পড়তে থাকে তার খ্যাতী।সেই বছরই তিনি CNN-IBN এর পক্ষ থেকে পান Real Heroes পুরস্কার,NDTV র পক্ষ থেকে পান Indian of the year পুরস্কার।ROTARY INDIA LITERACY MISSION এর পক্ষ থেকে পান LITERACY HERO AWARD। FORBES ASIA র 30 under 30 এর তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।2019 সালে পান World Peace Camping Award
এবং আরও অনেক দেশী বিদেশী সম্মান ও পুরস্কার।এছাড়াও তিনি একজন Motivational Speaker এবং একজন TED fellow ও INK fellow,তিনি আমির খান কর্তৃক উপস্থাপিত 'সত্যমেব জয়তে' অনুষ্ঠানেও তার গল্প বলে এসেছেন।ইউরোপের বিভিন্ন দেশ ও কর্নাটক স্টেট বোর্ডের বইতে তার জীবনী পড়ানো হয়।
No comments:
Post a Comment