জলসঙ্কট
জলের অপর নাম জীবন কিন্তু প্রায় সারা বিশ্বই ভুগছে কঠিন জলসঙ্কটে।আমাদের দেশ ভারতও এই সমস্যার হাত থেকে রক্ষা পায়নি।WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিটি মানুষের প্রতিদিন প্রায় 25 লিটার জলের প্রয়োজন হয়।কিন্তু ভূ গর্ভস্হ জলের দ্বারা সেই চাহিদা পূরন করা প্রায় দুস্কর হয়ে উঠেছে।কয়েকদিন আগে পাওয়া খবর অনুযায়ী চেন্নাই তে পাবলিক পাম্প থেকে জল আনার জন্য শিশু থেকে বৃদ্ধ সকলকেই লাইনে দাড়িয়ে থাকতে হচ্ছে ভোর 4 টা থেকে 8 টা পর্যন্ত।সূর্যের প্রখর তাপের মধ্যেও তাদের লাইনে দাড়িয়ে থাকতে হচ্ছে।এই একই চিত্র দেখা যাচ্ছে মধ্যপ্রদেশ,মহারাষ্ট্রে।
NITI Aayog এর Report অনুযায়ী ভারত ইতিহাসের সবথেকে বড় জলসঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে,যদি এখন কোনো পদক্ষেপ না নেওয়া হয় তবে 2030 সালের মধ্যে ভারতে আর পানীয় জল থাকবে না।ভারতের প্রায় 60 কোটি মানুষ তীব্র জলসঙ্কট ভোগ করছে এবং প্রায় 2 লক্ষ মানুষ প্রতি বছর মারা যায় শুধুমাত্র দূষিত জল পান করার জন্য।এই Report এ আরও বলা হয়েছে যে 2020 সালের মধ্যে দিল্লি,ব্যাঙ্গালোর,চেন্নাই,হায়দ্রাবাদ সহ ভারতের 25 টি শহরে ভূ-গর্ভস্থ জল শেষ হয়ে যাবে।
তবে সরকারের পক্ষ থেকে 'জল শক্তি' প্রকল্প করার কথা বলা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে 2024 সালের মধ্যে ভারতের প্রতিটি বাড়িতে পাইপ লাইনের দ্বারা জল সরবরাহের পরিকল্পনা করা হয়েছে।
আবার অন্যদিকে পৌরসভা গুলিতে জলের জোগান দেওয়ার জন্য ট্যাঙ্কারের ব্যবস্থা করা হয়েছে কিন্তু সেই ট্যাঙ্কারের জন্য বিপুল মাত্রায় জল মাটির নীচ থেকে তুলে ফেলা হচ্ছে যার ফলে জলস্তর আরও নীচে নামছে।
এই জলসঙ্কটের আরও একটি কারন হল পুকুর ভরাট করে বহুতল নির্মান।সমীক্ষায় দেখা গেছে গত 30 বছরে উত্তর প্রদেশ ও বিহারে পুকুরের সংখ্যা বিশাল মাত্রায় হ্রাস পেয়েছে।আর একটি কারন হল সাবমার্সিবলের বহুল ব্যবহার,নতুন এই জনপ্রিয় প্রযুক্তির মাধ্যমে বিপুল মাত্রায় জল তোলা হচ্ছে,এর ফলে অদূর ভবিষ্যতে জলসঙ্কটের সম্ভাবনা আরও তীব্র হচ্ছে।
No comments:
Post a Comment