মেঘ
মেঘ,তুমি এমন কেন হলে?
কেন আকাশ জুড়ে ছড়িয়ে থেকে বৃষ্টি না দিলে
দিনের আলো,রাতের তারা রাখলে সবই ঢেকে
শুধুই দিলে অন্ধকার এই ধরনীর বুকে।
মেঘ,তুমি এমনটা না ছিলে,
বৃষ্টি ভেজা বাদলা দিন যে যাইনি আজও ভুলে
দিনগুলি যে মনের চোখে আজও ভেসে ওঠে
বর্ষা মেঘের প্রথম কনা পড়ত এসে ঠোটে,
দেখি কোনো খেয়া যেন ভাসতো দাড়টেনে,
পথিক বাশিতে সুর তুলতো একা আনমনে,
গগন হতে বারিধারা পড়ত ঝরে ঝরে,
নদীর জলও উঠত ফুলে কলকলানি করে,
রাখাল কোনো বাড়ির পানে ছুটত আলের পথে,
গাভীর পালও ছুটে যেত তারই সাথে সাথে,
দস্যি মেয়ে নুপূর পায়ে নাচতো উঠোন দিয়ে,
বঙ্গবধূ যেত ভিজে জল আনতে গিয়ে।
সে সব কিছুই পড়ছে মনে যাইনি আজও ভুলে
মেঘ তুমি এমন কেন হলে?
তুমি এমনটি না ছিলে
তুমি এমন কেন হলে?
সেরা ভাই সেরা
ReplyDelete