ঝিলাম নদীর তীরে
শীতল বাতাস বলে এসে
পাহাড় চূ়ড়ার কাছে
কোথাও কী এক স্বর্গ আছে
এই ভুবনের মাঝে?
পাহাড় চূড়া বলে শুধুই
এখন তো নেই ওরে
একটা সময় সেথায় ছিল
ঝিলাম নদীর তীরে।
পাহাড় ঘেরা বরফ ঢাকা
ঠান্ডা শীতল দেশে,
সেই শান্তি এখন আর নেই
গেছে হাওয়ায় মিশে।
সেইখানেতে বাস করত
শ্বেতবরনা মেয়ে
নদীর পারে সবুজ মাঠে
যেত সে মেষ নিয়ে।
চোখ দুটি তার কাজল কালো
কোমর ছাড়া চুল
হাতে চুড়ি,নাকেতে নথ
কানেও ছিল দুল।
যুবা মেয়ের বাড়ির পথেই
ছিল সেনার শিবিব়
সেখানকারই নতুন সেনা
নামটি তাহার প্রবীর।
ফিরান পড়ে মেয়েটি যখন
সেই পথ দিয়ে যায়
সেনা প্রবীরের মনটি তখন
মেয়েটির হতে চায়।
দিনে রাতে সেনার দলে
শুধুই খুজে বেড়ায়
শত্রু দেশের জঙ্গী নাকি
লুকিয়ে আছে এ পাড়ায়।
ক্লান্ত প্রবীর দিনের শেষে
যখন ঘুমিয়ে যায়
ঘুমের মাঝে সে তখন
মেয়েটিকে দেখতে পায়।
প্রবীর ভাবে মেয়েটির সাথে
এবার দেখা হলে
মেয়েটিকে মনের কথা
দেবে গিয়ে সে বলে।
কদিন পরেই প্রবীর যখন
গেছে ঝিলামের কাছে
দেখে,একটু দূরে মাঠের মাঝে
মেয়েটি দাড়িয়ে আছে।
মেয়েটি যখন অজান্তেই
তাহার দিকে চায়
যুবক সেনা ধীরে ধীরে
মেয়েটির দিকে যায়
বলে,'শোন দুধে সাদা মেয়ে
তুমি আমার বন্ধু হবে?'
মেয়ে বলে,'তোমায় আমি চিনিনা,
বন্ধু হই কীভাবে?'
সেনা বলে,'প্রবীর বসু নামটি আমার
বঙ্গদেশের ছেলে
সেনায় আমি যোগ দিয়েছি
দেশকে ভালোবাসি বলে।'
মেয়ে বলে 'আচ্ছা তবে
বন্ধু হতে পারি
যদি বন্ধু কোনোদিন
না কর আড়ি।'
এরপরে কদিন ধরে
ফাক যখন পায়
প্রবীর তখন মেয়েটির সাথে
দেখা করতে যায়।
মেয়ের মনে ধীরে ধীরে
প্রেমের উদয় হয়
মেয়েটিও এখন যে
প্রবীরকেই চায়।
এমনভাবেই চলতে থাকে
ভালোবাসার গাড়ি
প্রবীর বলে তোমায় আমি
বিয়ে করব শিগ্গিরি।
মেয়ে বলে চল তবে
আমার বাবার কাছে
বলবে গিয়ে বিয়ের কথা
দেরি না হয় পাছে।
কথা মতো দুজন মিলে
তার কাছে গেল
অনেক রাগারাগি করে
উনি শেষে রাজি হল।
সেদিন রাতে প্রবীর যখন
বসে বসে ভাবে
আনন্দেতেই হাসে শুধু
বিয়ের কথা ভেবে।
এমন সময় হঠাত্ করে
শব্দ হল জোরে
বোমা ফেটে,ক্যম্পটি
তাদের দিল শেষ করে।
কোনো সেনাই নেই যে আর
গেছে সবাই উড়ে
জিহাদিরা জিহাদ করে তাদের
দিয়েছে শেষ করে।
মেয়েটি যখন শুনল এসব
আকাশ ভেঙ্গে পড়ল
অশ্রুচোখে ছুটে তখন
প্রবীরের কাছে গেল।
কোথায় প্রবীর আর তো নেই
গেছে সে হারিয়ে
মানুষ মারার এই খেলাতে
সব সীমানা ছাড়িয়ে।
এই ঘটনার পরে
গেছে কয়েক বছর পেরিয়ে
মেয়েটিও অন্যকারও
বউ হয়েছে গিয়ে,
ভুলে গেছে সে সব কিছুই
হয়তো কিচ্ছু নেই মনে
আসলটাকে আপন করে
নিয়েছে বুকে টেনে।
ঝিলাম পারের কাটাতার যে
যায়নি কিছুই ভুলে
এমন কত প্রবীর আজও
মিশছে দেশের কোলে।
দারুন
ReplyDelete