যখন তুমি
যখন তুমি ফলাও ফসল
প্রখর রোদে ধানের ক্ষেতে,
তখন আমি ভাত মেখেছি
কাসার থালায় আলতো হাতে।
যখন তুমি আছো দাড়ায়
অস্ত্র হাতে সীমান্ত তে,
তখন আমি নিবিড় ঘুমে
শুয়ে নরম বিছানাতে।
যখন তুমি তীব্র গন্ধে
নামছো কোনো নর্দমাতে,
তখন আমি নাক সিটকোই
রুমাল মুখে দূরে হতে।
যখন তুমি কাপড় বোনো
তাতের কলে রাতটি জেগে,
তখন আমি পুচকি হয়ে
খুজছি মলে সুজয় দা কে।
যখন তুমি মালের বোঝা
তুলছো পিঠে পেটের দায়ে,
তখন আমি স্ট্যাটাস দেখি
ফেসবুকেতে তাকিয়ে ঠায়ে।
যখন তুমি পুজোর জামা
দাওনি ছোটো মেয়ের হাতে,
তখন আমি টাকা ওড়াই
বন্ধু নিয়ে রেস্তোরাতে।
এমন করেই হাজার তুমি
আছো যেন আমার মাঝে।
আসবে কবে সেদিন যেদিন
যাবো মিশে সমান সাজে?
No comments:
Post a Comment