অভিমান
পথ খুঁজেছি পথের বাকে
হারিয়ে গেছি তখন যেন,
দুঃখ ভুলে সুখ খুঁজেছি
তবুও খুঁজে পাইনি কেন?
ভুল বুঝেছি ভুল করেছি
চাইনি ক্ষমা ছুট্টে গিয়ে,
কাউকে খুঁজি তোমার মতো
স্বপ্নদেশে হন্যে হয়ে।
চাই যে শুধুই ভালো থেকো
পড়লে মনে হঠাৎ ডেকে,
মনের মাঝে ঠাঁই টি দিও
নতুন প্রেমের মানুষটিকে।
No comments:
Post a Comment