Posts

Wednesday, October 30, 2019

Mother (Madeo) 2009 Korean Movie Review in Bangla

Mother(Madeo) 2009 Koran Movie Review



এখন যেই সিনেমা সম্পর্কে বলবো সেটি যারা কোরিয়ান থ্রিলার সিনেমা দেখতে পছন্দ করে তাদের অনেকেই দেখেছেন। 

ছবিটির নাম Mother (Madeo)।মুক্তি পায় 2009 সালে । Cannes Film Festival এ Un Certain Regard এ প্রতিযোগিতা করে।ছবিটি কান্স এ মুক্তি পায় 16 May,2009 এ আর দক্ষিন কোরিয়ায় মুক্তি পায় 28 May,2009 এবং দেশি,বিদেশি অনেক পুরস্কারে বিভিন্ন বিভাগে মনোনীত ও জয়ী হয়। 5 মিলিয়ন মার্কিন ডলারে বানানো এই ছবিটি বক্স অফিসে 17 মিলিয়ন মার্কিন ডলার আয় করে। 2010 সালে বিভিন্ন পত্রিকার সেরা দশটি ছবির তালিকায় এটির নাম ছিল। 

ছবিটি পরিচালনা করেন Bong-Joon-Ho যিনি এই ছবির আগে Memories of murder এর মতো মাস্টারপিস পরিচালনা করেছিলেন এই Mother ছবিটিতেও তিনি তার দক্ষতার পরিচয় দিয়েছেন। তাছাড়াও Hong Kyung-pyo এর সিনেমাটোগ্রাফি আর Lee Byung-woo এর মিউজিক ও এক কথায় অনবদ্য। বেশ কতগুলি সিনে মিউজিক আর ক্যামেরার অসাধারন মেলবন্ধন টানটান উত্তেজনা তৈরী করেছে। তবে ছবিটি 18+ দের জন্য কারন একটি দৃশ্যে ন্যুডিটি এবং বেশ কয়েকবার  Violence দেখানো হয়েছে। 
এবার আসা যাক গল্পে-একজন বিধবা মা এবং তার মানসিক ভাবে অসমর্থ ছেলের গল্প হলো  Mother।একটি মেয়েকে খুন করা হয় এবং সেই খুনের আসামী হিসাবে Mother এর ছেলের জেল হয়। এইবার সেই মা কিভাবে ছেলেকে বাচাবেন এবং তিনি তাকে বাচানোর জন্য কতদূর পর্যন্ত যেতে পারেন সেটাই দেখানো হয়েছে এই ছবিতে। গল্প অনেকগুলি চমকে ভরপুর যেটি পরিচালক Bong এবং Park Eun-kyo রচনা করেছেন। যেটি শুধু থ্রিলার প্রেমীরাই না যেকোনো সিনেমা প্রেমিই ভীষনভাবে উপভোগ করবেন। 

ছবিতে সকলেই ভালো অভিনয় করেছেন তবে মুখ্য ভূমিকায় মানে মা এর চরিত্রে অভিনয় কারী Kim Hye-ja ছবিটিকে আলাদা মাত্রায় নিয়ে গেছেন আর ছেলের চরিত্রে Won Bin ও তার অসাধারণ অভিনয় দিয়ে তার চরিত্রের সাথে ন্যায় করেছেন। Moon Sae-kyung এর Edit করা 128 মিনিটের এই ছবিটি একবারও আপনাকে বোর করবে না এবং নিষ্পলক ভাবে সম্পূর্ন ছবিটিকে উপভোগ করবেন।একটি সিন এর পরের সিন কী হবে সেটা আপনি ভাবতেও পারবেন না আর সিনেমার শেষে আছে এক অভাবনীয় চমক। 

ধন্যবাদ।

No comments:

Post a Comment